Logo
Logo
×

আন্তর্জাতিক

সড়কে পুলিশের সঙ্গে মাতাল নারীর কাণ্ড (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম

সড়কে পুলিশের সঙ্গে মাতাল নারীর কাণ্ড (ভিডিও)

মদ পান করে মাতাল অবস্থায় পুলিশ সদস্যদের হেনস্তা ও মারধরের ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার রাতে রাজ্যের ভাদোদরা শহরে এ ঘটনা ঘটে। 

ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, মদপান করে তিনি গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে তার গাড়িটি অন্য গাড়িকে ধাক্কা দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় তাকে গ্রেফতার করতে গেলে তিনি বাধা দেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। 

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ওই নারী পুলিশকে গালাগাল ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।  একজন নারী পুলিশ তাকে থামানোর জন্য চেষ্টা করলে বেশ কয়েকজন পুরুষ পুলিশ কর্মকর্তাকে আঘাত ও আক্রমণ করতে দেখা যায় তাকে। পুলিশকে ধাক্কা দিতে দেখা গেছে তাকে। 

পরে ওই নারীকে নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত নারী পুলিশ কর্মকর্তাদের ডাকা হয়। পরে তারা এসে ওই নারীকে গাড়ি উঠাতে গেলে তাদের ওপরেও চড়াও হন। এ সময় নারী পুলিশ কর্মকর্তাদের মারধর করতে দেখা যায় তাকে। 

এ সময় বেশ কয়েকজন দর্শক তাদের মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। কিছুক্ষণ নাটক চলার পর অবশেষে নারী পুলিশরা তাকে জিপে উঠিয়ে নিয়ে চলে যায়।

মাতাল অবস্থায় গাড়ি চালানো, তাণ্ডব সৃষ্টি করা ও সরকারি কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

উল্লেখ্য, রাজ্যে অ্যালকোহল নিষিদ্ধ হওয়ার পরও গুজরাটে এখনও বেআইনিভাবে মদ বিক্রি ও সেবন করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম