ফাইল ছবি
একুশ শতকের গোড়ার দিকেও লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছাতে সময় প্রয়োজন হতো সাত থেকে আট ঘণ্টা। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে পাঁচ ঘণ্টায়। আর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কল্যাণে নিউইয়র্ক থেকে লন্ডনে পৌঁছানো যাবে মাত্র ৯০ মিনিটে।
‘উচ্চ গতির কৌশল’ সম্পর্কে একটি ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে নাসা।
খুব শিগগিরই সুপারসনিক প্যাসেঞ্জার ফ্লাইট চালু করা হবে। গবেষণা এক ধাপ এগিয়েছে। ম্যাক ৪ বাণিজ্যিক ফ্লাইটগুলো ঘণ্টায় ৩ হাজার মাইলের বেশি ভবিষ্যতে অতিক্রম করতে পারবে কিনা সে বিষয়ে সাম্প্রতিক গবেষণার পর এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন।
নাসা তার কোয়েস্ট মিশনের অংশ হিসাবে এক্স-৫৯ নামক ‘শান্তিপূর্ণ’ সুপারসনিক বিমান তৈরি করছে। ম্যাক ৪ এ ভ্রমণকারী একটি জেট সম্ভাব্য ৯০ মিনিটের মধ্যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে।
পরবর্তী গবেষণায় উচ্চগতির ভ্রমণের ডিজাইন তৈরি, এর সম্ভাবনা, ঝুঁকি ও চ্যালেঞ্জের রূপরেখা অন্বেষণ আর প্রয়োজনীয় প্রযুক্তির জন্য কোম্পানিগুলোতে চুক্তিবদ্ধ করার কাজ চালানো হবে। গবেষণায় কাজ করবে দুটি দল। একটি বোয়িংয়ের নেতৃত্বে আর অন্যটি নর্থরপ গ্রুম্যান অ্যারোনটিক্স সিস্টেমস।