পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সৌদি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৪:৪০ এএম
![পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সৌদি](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/26/image-710994-1693003205.jpg)
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির এ পারমাণবিক কর্মযজ্ঞে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ‘সৌদি আরবকে পারমাণবিক শক্তি ইস্যুতে বিভিন্ন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে হতাশ হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। ঠিক এমন সময়ে সৌদিকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন।’
বেনামি সৌদি কর্মকর্তাদের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, ‘চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি) কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদির জন্য একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছে।’
গত ডিসেম্বরে সৌদি আরবে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ দুই দেশ জুন মাসে রিয়াদে দুদিনের আরব-চীন ব্যবসায়িক সম্মেলনের সময় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করেছিল।