Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রিগোজিনকে বহনকারী সেই বিধ্বস্ত বিমানটির যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৩:০৯ পিএম

প্রিগোজিনকে বহনকারী সেই বিধ্বস্ত বিমানটির যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া 

প্রতীকী ছবি

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির ভাষ্য অনুযায়ী, রাশিয়ার ফৌজদারি অপরাধবিষয়ক ২৬৩ ধারা অনুযায়ী এই বিমান বিধ্বস্তের কারণ নির্ধারণে একটি অপরাধ তদন্ত শুরু করা হয়েছে। আইনের এ ধারাটি নিরাপদ যান ও বিমান চলাচল সম্পর্কিত।  

ইতোমধ্যে দেশটির জরুরি পরিষেবা বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে তাদের অনুসন্ধান সম্পন্ন করেছে।

তিভিয়ের অঞ্চলের গভর্নর ইগর রুদেনিয়া এ ঘটনা তদন্তের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন 

এদিকে মস্কো থেকে সেন্ট পিটার্সবাগগামী যে ব্যক্তিগত বিমানটি রাশিয়ার তিভিয়ের অঞ্চলে বিধ্বস্ত হয়েছে, তাতে ভাড়াটে সেনা দল ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুশিওনকেনা গ্রামের কাছে বিধ্বস্ত হওয়া বিমানটির ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির যাত্রীদের মধ্যে ওয়াগনারপ্রধান প্রিগোজিন ও তার প্রধান সহচর দিমিত্রি ইউতকিন ছিলেন। 

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের মধ্যে প্রিগোজিনের নাম থাকার কথা আগেই নিশ্চিত হয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের একজন ছিলেন প্রিগোজিন। ২০২২ সালে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রিগোজিনের বেসরকারি সামরিক কোম্পানি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কিন্তু চলতি বছরের জুনে রাশিয়ার সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রিগোজিন তার সেনাদের মস্কো যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এতে পুতিনের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। প্রিগোজিনের ওই বিদ্রোহ ২৪ ঘণ্টারও কম সময় ধরে চলেছিল।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম