Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা: সাবেক সিআইএ কর্মকর্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১০:০৭ এএম

পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা: সাবেক সিআইএ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা। 

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান এ দাবি করেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে এ কাজ পুতিনের নির্দেশেই হয়েছে।

আরও পড়ুন: ওয়াগনারপ্রধানের মৃত্যু, যা বলল ইউক্রেনসহ পশ্চিমারা

ড্যানিয়েল হফম্যানের মতে, গত জুনে ওয়াগনারপ্রধান প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিন তাকে গ্রেফতার না করে মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, যাতে প্রিগোজিন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। আর সেই সুযোগে তাকে হত্যা করা যায়।

সাবেক সিআইএ কর্মকর্তা আরও বলেন, এটি পুতিনের নিরাপত্তার প্রশ্ন। যাকে গত জুনে বিশ্বাসঘাতক বলা হয়েছিল তাকে আর কতদূর পর্যন্ত গ্রহণ করা যায়।

বুধবার রাশিয়ার তেভের অঞ্চলে বিমান বিধ্বস্তে ওয়াগনারপ্রধান প্রিগোজিন নিহত হয়েছেন। বিমানটিতে তিনি ছাড়াও আরও ৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনজন ছিলেন ক্রু সদস্য। বিমানটি বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার শিকার প্রাইভেট জেটটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। তেভের অঞ্চলের উত্তর-পশ্চিমের খুজেনকিনো গ্রামের কাছেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

সূত্র: আলজাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম