Logo
Logo
×

আন্তর্জাতিক

বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৮:৩৩ এএম

বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন

ছবি: সংগৃহীত

রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। একসময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন।

মঙ্গলবার মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভের এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরে রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। 

আরও পড়ুন: নতুন ভিডিওতে যে বার্তা দিলেন ওয়াগনারপ্রধান

আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আরেকটি সূত্র জানিয়েছে, সুরোভিকিন বর্তমানে স্বল্পমেয়াদি ছুটিতে আছেন।

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি।

সূত্র: রয়টার্স

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম