Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্যাবল কারে ৯০০ ফুট উঁচুতে ঝুলছে ৬ শিশুসহ ৮ জন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম

ক্যাবল কারে ৯০০ ফুট উঁচুতে ঝুলছে ৬ শিশুসহ ৮ জন

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চল বাত্তাগ্রামে ৯০০ ফুট (২৭৪ মিটার) উচ্চতায় ক্যাবল কারে আটকা পড়েছেন ৬ স্কুল শিক্ষার্থীসহ ২ শিক্ষক। 

যেকোনো সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। এতে সবারই প্রাণহানির শঙ্কা রয়েছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালের দিকে ঘটেছে এই ঘটনা বলে ডন জানিয়েছে।  

জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, শিশুরা মঙ্গলবার ক্যাবল কারে চড়ে স্কুলে যাচ্ছিল। সকাল ৯টায় ক্যাবল কারের একটি তার ছিঁড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে একটি উদ্ধারকারী হেলিকপ্টার।

রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বাত্তাগ্রাম বড় বড় পর্বত ও গিরিখাতপূর্ণ। এ কারণে স্থানীয় লোকজনদের এক গ্রাম থেকে আরেক গ্রামে, শিক্ষাপ্রতিষ্ঠান-বাজারে যাওয়ার যাওয়ার প্রধান অবলম্বন ক্যাবল কার।

আজ সকালে আলাই তেহসিলে (প্রশাসনিক এলাকা) আনুমানিক সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ৬ শিক্ষার্থী ও ২ স্থানীয় ব্যক্তি ক্যাবল কারে করে স্কুলে যাচ্ছিল। 

সহকারী কমিশনার জাওয়াদ জানান, ক্যাবল কারের ২টি তার ছিঁড়ে গেলে তারা আটকা পড়েন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার একটি ক্যাবল কার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে একটি তার ছিঁড়ে গিয়ে কারটি অচল হয়ে পড়ে।

তারপর স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরে যোগাযোগ করা হলে উদ্ধার কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টাও করেন; কিন্তু উঁচু এলাকায় জোর বাতাসের কারণে সেই তৎপরতা ব্যর্থ হয়েছে।

উপায়ান্তর না দেখে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

খাইবার পাখতুনখোয়ার সামরিক কমান্ডের কর্মকর্তা শারিক রিয়াজ খাটাক রয়টার্সকে বলেন, আমাদের একটি চপার হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু বৈরী অবহাওয়ার কারণে কারটিতে আটকা শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ধার করা যায়নি। আমরা আরও একটি চপার পাঠিয়েছি সেখানে।

ক্যাবল কারে আটকে থাকা যাত্রী গুলফারাজ জিও নিউজকে জানান, ২ শিক্ষার্থী বারবার অজ্ঞান হয়ে পড়ছে।
 
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার পুরো বিষয়টি নিয়ে খোঁজ রাখছেন। সব পুরনো এবং অনুমোদনহীন ক্যাবল কার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম