ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি বাড়ানো অব্যাহত রাখবে ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম
ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়ে চলেছে এবং তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি’র রোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে।
শনিবার ইরানের রাজধানী তেহরানে কমান্ডারদের এক বার্ষিক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
জেনারেল আমির আলী বলেন, একটা সময় ছিল যখন শত্রুরা ছিল আগ্রাসী এবং আমরা প্রতিরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকতাম। কিন্তু এখন আমরা হামলা চালানোর অবস্থানে রয়েছি এবং শত্রুরা আমাদের হামলা মোকাবেলার জন্য তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করছে।
ইরানের এই জেনারেল বলেন, বিশ্বের এমন কিছু পরাশক্তি রয়েছে যাদের সঙ্গে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমেও কখনো যোগাযোগ করিনি, তারাই আমাদের কাছ থেকে উন্নতমানের সামরিক প্রযুক্তি কিনতে চাইছে।
প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো।