পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলা, বাধা হতে পারে সিপিইসি নির্মাণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম
প্রতীকী ছবি
সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। কনভয়ে ২৩ জন চীনা ইঞ্জিনিয়ার ছিলেন। পাকিস্তানের চীনা দূতাবাস এ খবর দিয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হননি।
এক বিবৃতিতে এ ঘটনার কঠোর সমালোচনা করেছে চীনা দূতাবাস। সেইসঙ্গে পাকিস্তান সরকারের কাছে হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। খবর দ্য ডিপ্লোমেট।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় দুজন হামলাকারী কয়েকটি ছোট অস্ত্র ও গ্রেনেড দিয়ে অভিযান চালিয়েছে। হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে গুলি চালিয়েছে। তবে ইঞ্জিনিয়ারদের বহনকারী কনভয় বুলেটপ্রুফ হওয়ার কারণে কেউ নিহত হয়নি।
এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এর আগেও এ গ্রুপটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) অঞ্চলে হামলার নজির তৈরি করেছে।
ইরান ও আফগানিস্তানের সীমান্তঘেঁষা প্রদেশ পাকিস্তানের বেলুচিস্তান। প্রচুর কপার, জিঙ্ক ও ন্যাচারাল গ্যাসের ভাণ্ডার এ প্রদেশ। অঞ্চলটিতে প্রায়ই হামলা হয়। আর এসব হামলার মূল হোতা বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। গ্রুপটি মনে করে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নামে বেলুচিস্তান থেকে প্রাকৃতিক সম্পদ লুট করে নিচ্ছে চীনারা।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণে ব্যাপকহারে বিনিয়োগ করেছে চীন। তবে বেলুচিস্তানে বারংবার হামলার কারণে বাধাগ্রস্ত হচ্ছে এ করিডোর নির্মাণের কাজ।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কারণে পাকিস্তান বিভিন্নভাবে উন্নয়নের মুখ দেখছে। তবে চীনা নাগরিকদের ওপর চলমান হামলা রীতিমতো চিন্তার বিষয়।