Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলা, বাধা হতে পারে সিপিইসি নির্মাণে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম

পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলা, বাধা হতে পারে সিপিইসি নির্মাণে

প্রতীকী ছবি

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। কনভয়ে ২৩ জন চীনা ইঞ্জিনিয়ার ছিলেন। পাকিস্তানের চীনা দূতাবাস এ খবর দিয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হননি। 

এক বিবৃতিতে এ ঘটনার কঠোর সমালোচনা করেছে চীনা দূতাবাস। সেইসঙ্গে পাকিস্তান সরকারের কাছে হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। খবর দ্য ডিপ্লোমেট। 

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় দুজন হামলাকারী কয়েকটি ছোট অস্ত্র ও গ্রেনেড দিয়ে অভিযান চালিয়েছে। হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে গুলি চালিয়েছে। তবে ইঞ্জিনিয়ারদের বহনকারী কনভয় বুলেটপ্রুফ হওয়ার কারণে কেউ নিহত হয়নি। 

এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এর আগেও এ গ্রুপটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) অঞ্চলে হামলার নজির তৈরি করেছে।

ইরান ও আফগানিস্তানের সীমান্তঘেঁষা প্রদেশ পাকিস্তানের বেলুচিস্তান। প্রচুর কপার, জিঙ্ক ও ন্যাচারাল গ্যাসের ভাণ্ডার এ প্রদেশ। অঞ্চলটিতে প্রায়ই হামলা হয়। আর এসব হামলার মূল হোতা বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। গ্রুপটি মনে করে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নামে বেলুচিস্তান থেকে প্রাকৃতিক সম্পদ লুট করে নিচ্ছে চীনারা। 

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণে ব্যাপকহারে বিনিয়োগ করেছে চীন। তবে বেলুচিস্তানে বারংবার হামলার কারণে বাধাগ্রস্ত হচ্ছে এ করিডোর নির্মাণের কাজ। 

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কারণে পাকিস্তান বিভিন্নভাবে উন্নয়নের মুখ দেখছে। তবে চীনা নাগরিকদের ওপর চলমান হামলা রীতিমতো চিন্তার বিষয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম