Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: মার্কিন আইনপ্রণেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:৪৬ পিএম

রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: মার্কিন আইনপ্রণেতা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রুশ-বিরোধী নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। এতে যুক্তরাষ্ট্র গরিব ও রাশিয়া ধনী হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য মার্জোরি টেলর গ্রিন (আর-জিএ)।

বুধবার এক্স (সাবেক টুইটার) পেজে তিনি এমন মন্তব্য করেছেন। খবর তাস নিউজের।

তিনি ইউক্রেনে অর্থ প্রদান বন্ধ করার জন্য মার্কিন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধে ইউক্রেনের বহু দিনের আকাঙক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্জোরি টেলর বলেন, ‘যুক্তরাষ্ট্র ১১৩ বিলিয়ন ডলার পাঠিয়েছে এবং ইউক্রেনের সরকারকে প্রতি মাসে ১ বিলিয়ন ডলার পাঠায় এবং বাইডেন আরও ২০ বিলিয়ন ডলার দিতে চান। তবুও রাশিয়া আরও ধনী হচ্ছে এবং যুক্তরাষ্ট্র অর্থ দিয়ে গরিব হচ্ছে!!! মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের জন্য আর অর্থ নেই।

এর আগে, সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংক তাদের প্রতিবেদনে বলেছিল যে, ২০২২ সালে, মার্কিন সম্পদ ৫৯০ হাজার কোটি ডলার কমেছে, যেখানে রাশিয়ার ৬০ হাজার কোটি বৃদ্ধি পেয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম