Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে সদস্য হতে যে শর্ত দিল ন্যাটো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম

ইউক্রেনকে সদস্য হতে যে শর্ত দিল ন্যাটো

ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে, ইউক্রেন চাইলে সেই ভূখণ্ডের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন।

মঙ্গলবার নরওয়েতে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

স্টেইন জ্যানসেন বলেন, ‘আমি মনে করি— ভূখণ্ডের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখণ্ড দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে। এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।’ 

তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইউক্রেনেরই আছে। তারাই ঠিক করবে কোন শর্তে তারা আলোচনা করবে।’

তিনি আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিসিয়াল অবস্থান নয়।

এদিকে জ্যানসেনের এমন মন্তব্যের পর পরই অফিসিয়ালি প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ন্যাটোর ভিলনিয়াস সম্মেলনে জোটের নেতারা দৃঢ়ভাবে এই অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন সমর্থন করে যাব এবং আমরা সেখানে ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

অপরদিকে ইউক্রেনও জ্যানসেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোয় যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম