Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৩০ পিএম

ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে দুই ফিলিস্তিনি হয়েছেন। বিগত কয়েক মাসের মধ্যে জেরিকো এলাকায় এটি ছিল তাদের বড় ধরনের অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোরে জেরিকোতে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৬ বছর বয়সি কুসে ওমর সুলেমান আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সি মোহাম্মাদ রিবি এনজুমকে বুকে গুলি করে।

এএফপির পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে জানতে ইসরাইলি বাহিনী তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

প্রাচীন নগরী জেরিকোতে গত ১ মে মাসের পর এটি ছিল প্রথম ব্যাপক অভিযান।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিসংসতা বেড়ে গেছে। ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে আছে।

চলতি বছরের এ পর্যন্ত জেরিকোতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ২১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম