Logo
Logo
×

আন্তর্জাতিক

আইফেল টাওয়ারে বোমা হামলার গুজব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম

আইফেল টাওয়ারে বোমা হামলার গুজব

ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারে বোমা হামলার গুজবের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পূর্ব-সতর্কতার অংশ হিসেবে পর্যটক ও দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার হুমকির গুজবের পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে দুই ঘণ্টা পর জানা যায়, হামলার হুমকি সত্যি নয়, গুজব।  এরপর সব পর্যটকদের ফের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। 

এর আগে, ২০১৯ সালে একজন ব্যক্তিকে পাশ দিয়ে উপরে উঠতে দেখা যাওয়ার পরে আইফেল টাওয়ার খালি করা হয় এবং বন্ধ করে দেওয়া হয়।

প্যারিসের সীন নদীর তীরে অবস্থিত আইফেল টাওয়ার। ১৮৮৭ সালের জানুয়ারিতে এর নির্মাণ শুরু হয়। শেষ হয় ১৮৮৯ সালের মার্চ মাসে। এটি পৃথিবীর অন্যতম স্থাপত্য নিদর্শন। প্রতিবছর দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থী টাওয়ারটি দেখতে আসেন। গত বছরও এই টাওয়ার দেখতে ৬২ লাখ পর্যটক প্যারিসে ভিড় করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম