মাছের বদলে বড়শিতে এলো ১২ কোটি টাকার কোকেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১২:১২ পিএম
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টামপা শহরের মেয়র জেন ক্যাস্টর বড়শি নিয়ে গিয়েছিলেন আটলান্টিক মহাসাগরে। তবে সে বড়শিতে মাছ না মিললেও প্রায় ৩২ কেজি ওজনের বিশাল একটি বড় প্যাকেট পেয়েছেন।
যার ভেতরে ছিল মাদক কোকেন। এর বাজারমূল্য প্রায় ১১ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা।
গত ২৩ জুলাইয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনা নিয়ে সিবিএস নিউজ এক প্রতিবেদন প্রকাশ করে।
ঘটনার বিষয়ে মেয়র জেন ক্যাস্টর জানান, অবসর পেলে সপরিবারে সমুদ্রে নৌকা ভ্রমণে বের হন তিনি। সেদিনও একইভাবে আটলান্টিকের তীরে বেড়াতে যান জেন। সঙ্গে নিয়ে যান বড়শি।
একপর্যায়ে মাছ ধরার শখ জাগে তার। এ সময় কিছু একটা ভাসতে দেখেন তার পরিবারের এক সদস্য। কৌতূহলবশত নৌকা কাছে নিয়ে বড়শির সাহায্যে ওই বস্তুটিকে টেনে নিয়ে আসেন নৌকায়। দেখেন প্লাস্টিক দিয়ে বাঁধা একটি প্যাকেট।
প্যাকেটের ভেতর কোকেন আছে, সেটি নিশ্চিত হওয়ার পর স্মার্টওয়াচে জায়গাটি সেভ করে রাখেন ক্যাস্টর। এর পর তিনি বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। পরে যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ড প্যাকেটটি জব্দ করে।