Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের তোশাখানা মামলার পিটিশন শুনানি কাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম

ইমরান খানের তোশাখানা মামলার পিটিশন শুনানি কাল

তোশাখানা মামলায় জেলে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান। 
মঙ্গলবার এই মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরান তার আইনজীবীদের দ্বারা ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন বা পিটিশন দাখিল করেছেন। 

তোশাখানা মামলার এই পিটিশনের শুনানি হবে কাল। আইএইচসির  প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে শুনানিটি অনুষ্ঠিত হবে। মামলার উত্তরদাতা হিসাবে উল্লেখ রয়েছে ইসলামাবাদের জেলা নির্বাচন কমিশনারের নাম। ডন।

শনিবার ইসলামাবাদের একটি ট্রায়াল কোর্ট এই মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন। ট্রায়াল কোর্টের রায়ে তাকে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ইমরান খানের দায়ের করা পিটিশনে বলা হয়েছে, আবেদনকারীকে তার মামলায় লড়াইয়ের সুযোগ না দিয়ে ট্রায়াল কোর্ট তার আদেশ জারি করেছে। এতে অভিযোগ করা হয়, দেরির অজুহাত দেখিয়ে তোশাখানা মামলায় ইমরানের আইনজীবী খাজা হারিসের যুক্তি শুনতে অস্বীকৃতি জানিয়েছিল এডিএসজে দিলাওয়ারার। 

এটি আদালতের রায়কে ‘যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচারের মুখে চড়’ ও ‘বিচারের চরম প্রতারণা’ বলে উল্লেখ করেছে। এছাড়া এতে ট্রায়াল কোর্টের বিচারকদের দেওয়া রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও আইনের  দৃষ্টিতে এটি অকার্যকর’ বলা হয়েছে। 

পিটিশনে বলা হয়, এই আদেশ ‘টেকসই নয়’ বরং ‘একপাশে রাখা দায়’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম