Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে ১ হাজার ৮০০ বছরের পুরোনো মোজাইকের সন্ধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৮:৪২ পিএম

তুরস্কে ১ হাজার ৮০০ বছরের পুরোনো মোজাইকের সন্ধান

তুরস্কের উত্তরাঞ্চলীয় কাস্তামোনু অঞ্চলে অবস্থিত পম্পেইওপোলিস শহরে খননকালে ১ হাজার ৮০০ বছরের পুরোনো চমৎকার মোজাইকের সন্ধান মিলেছে। সূক্ষ্মভাবে সংরক্ষিত এই মনোমুগ্ধকর নিদর্শনগুলো ইতিহাস উত্সাহী এবং কৌতূহলী পর্যটক ও ভ্রমণকারীদের অতীতের এক ঝলক নিতে সাহায্য করবে। 

কারাবুক বিশ্ববিদ্যালয়ের লেটারস অনুষদ এবং এর প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মেভলুত এলিউসকের সহযোগিতায় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এ খনন প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছে। 

এলিউসুক বলেন, এ খননের কেন্দ্রবিন্দুতে রয়েছে রোমান ভিলা। এ অলংকৃত মোজাইকগুলো ভিলার প্রাথমিক পর্যায়ের একটি প্রমাণ। আমরা কঠোর পরিশ্রম করে এ সম্পদ আবিষ্কার করেছি। 

তিনি জানান, এই মোজাইকগুলো প্রায় এক হাজার ৮০০ বছরের পুরোনো বলে অনুমান করা হচ্ছে; যা খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে বা তৃতীয় শতাব্দীর গোড়ার দিকে শৈল্পিক দক্ষতার একটি বিরল ঝলক সরবরাহ করে। 

অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রত্নতাত্ত্বিকরা সুরক্ষামূলক ছাদের নিচে এই সম্পদ সুরক্ষিত করেছেন; যা এ বছরই জনসাধারণের কাছে উন্মোচন করা হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম