Logo
Logo
×

আন্তর্জাতিক

রক্তদান কেন্দ্রে রাশিয়ার হামলা, ‘নৃশংস’ বললেন জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম

রক্তদান কেন্দ্রে রাশিয়ার হামলা, ‘নৃশংস’ বললেন জেলেনস্কি

খারকিভ অঞ্চলের একটি রক্তদান কেন্দ্রে রাশিয়া হামলা করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলেন, শুধু এ যুদ্ধাপরাধের ঘটনাই এককভাবে রাশিয়ার নৃশংস আগ্রাসনের মাত্রা বুঝিয়ে দেয়। তবে শনিবার হওয়া এ হামলায় হতাহতের সংখ্যা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। খবর সিএনএনের। 

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেছেন, শনিবার পশ্চিমের খমেলনিৎস্কি অঞ্চলে মোটর সিচ গোষ্ঠী পরিচালিত একটি উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানির ওপর রাশিয়া আলাদা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

খারকিভের মেয়র দাবি করেছেন, অঞ্চলটিতে একের পর এক ড্রোন হামলা করছে রাশিয়া। তিনি বলেন, শাহেদ ড্রোন দিয়ে খারকিভে হামলা হচ্ছে। 

সিএনএন জানিয়েছে, ইউক্রেনের ক্রিভি রিহ শহরেও হামলা করেছেন রাশিয়া। এমন দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, শহরটিতে রুশ হামলায় এ পর্যন্ত ৬ জনের প্রাণ গেছে। আহত হয়েছে অন্তত ৬৯ জন। হতাহতের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

এদিকে খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে চারজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। রোববার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে এক টেলিগ্রাম বার্তায় এ খবর জানানো হয়।

কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকারের ওপর ইউক্রেন হামলা চালিয়েছে বলে মস্কোর পক্ষ থেকে অভিযোগ করার পর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম