Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম

চীনের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে নৌবাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

অভিযুক্ত দুই নৌবাহিনীর সদস্য হলেন— ওয়েনহেং ঝাও ও জিনচাও ওয়েই।

জানা গেছে, ২৬ বছর বয়সি পেটি অফিসার ওয়েনহেং ঝাওয়ের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিওর বিনিময়ে ঘুস নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অপরজন জিনচাও ওয়েইয়ের বয়স প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ঝাও চীনা হ্যান্ডলারকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিকঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্টবিষয়ক তথ্য ও সান ক্লেমেন্তে মার্কিন নৌ সুবিধার নিরাপত্তার বিস্তারিত পাঠানোর জন্য অভিযুক্ত।

অন্যদিকে ওয়েই ইউএসএস এসেক্স, একটি উভচর হামলাকারী জাহাজ, এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অপারেশনগুলোর কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য অভিযুক্ত। 

সূত্র: রয়টার্স, সিএনএন, ডয়েচে ভেলে

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম