লিফটে ৩ দিন আটকে ছিলেন এক নারী, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১০:২৩ এএম
লিফটে তিন দিন আটকে ছিলেন ৩২ বছর বয়সি এক নারী। পরে সেখানেই তিনি মারা যান। ওলগা লিওন্টিভা নামের ওই নারী পেশায় ডাকঘর কর্মী ছিলেন। উজবেকিস্তানের তাসখন্দে গত সপ্তাহে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
জানা গেছে, ২৪ জুলাই কাজ শেষে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে নিখোঁজ হিসেবে ঘোষণা করেন। তিনি একটি বহুতল ভবনের ৯ তলায় লিফটে আটকা পড়েন। লিফটের ভেতরে তিনি চিৎকার করলেও কেউ তা শুনতে পায়নি এবং তাই উদ্ধারের জন্য এগিয়ে আসেনি। তিন দিন পর লিফটের ভেতর থেকে তার মৃতদেহের সন্ধান মেলে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।
আঞ্চলিক ইলেকট্রিসিটি নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনার দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করতে সময় লাগবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
তবে ওই ভবনে বসবাসকারীরা জানিয়েছেন, লিফটে ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।