Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের হরিয়ানায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, মন্দিরে আটক ২ হাজার ৫০০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম

ভারতের হরিয়ানায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, মন্দিরে আটক ২ হাজার ৫০০

জাতিবিদ্বেষের মুখে অশান্তি ছড়িয়ে পড়ল হরিয়ানার গুরুগ্রামে। সংঘর্ষের জেরে শিশু, মহিলাসহ অন্তত ২ হাজার ৫০০ জন স্থানীয় মন্দিরে আশ্রয় নিয়েছেন। অশান্তি তীব্র আকার ধারণ করায় বন্ধ করা হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা।  

বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি ধর্মীয় মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। তারা মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ উঠেছে। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 

পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন গুরুগ্রাম–আলওয়ার জাতীয় সড়কে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, বজরং দলের এক কর্মী সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেছিলেন। তার জেরেই এ সংঘর্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম