ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ সাবেক রুশ প্রেসিডেন্টের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম
![ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ সাবেক রুশ প্রেসিডেন্টের](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/31/image-701927-1690809104.jpg)
ইউক্রেনকে পরাস্ত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, ইউক্রেন যদি পালটা আক্রমণে বেশি আগ্রাসী হয়ে যায়, তাহলে রাশিয়াকে অবশ্যই পরমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে।
মেদভেদেভ আরও বলেন, এর চেয়ে ভালো কোনো সমাধান নেই। আমাদের শত্রুর উচিত আমাদের যোদ্ধাদের কাছে প্রার্থনা করা, যাতে তারা বিশ্বকে পারমাণবিক আগুনে পুড়িয়ে না দেয়। খবর সিএনএনের।
এর আগেও মেদভেদেভ মন্তব্য করেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা আরও বাড়ানো উচিত। তিনি বলেন, শুধু তেল ঘাঁটি বা জ্বালানি কেন্দ্র নয়, ইউক্রেনের অন্যান্য জায়গায়ও হামলা জোরদার করতে হবে।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নানা সময়ে ইউক্রেনবিরোধী জ্বালাময়ী মন্তব্য করে আলোচনায় আসেন এই নেতা।
ইউক্রেনকে বেশ কয়েকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন মেদভেদেভ। পরমাণু অস্ত্র ব্যবহার করে দেশটিকে উড়িয়ে দেওয়ার পক্ষে তিনি।