Logo
Logo
×

আন্তর্জাতিক

তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম

তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানকে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ কথা জানায়।

তাইওয়ান ইস্যুসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধ ইত্যাদি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মনোমালিন্য আছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিং সফর করেন।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। 

হোয়াইট হাউসের দেওয়া বিবৃতি অনুযায়ী, তাইওয়ানকে সহযোগিতার অংশ হিসেবে মূলত সামরিক প্রশিক্ষণ বাবদ ৩৪ কোটি ৫০ লাখ ডলার খরচ করা হবে।

১৯৭৯ সালে বেইজিংকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক স্বীকৃতি দিলেও দেশটি তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র। তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম