Logo
Logo
×

আন্তর্জাতিক

চাচাতো ভাইয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান কলেজছাত্রীর, অতঃপর...

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১০:২৭ এএম

চাচাতো ভাইয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান কলেজছাত্রীর, অতঃপর...

ছবি সংগৃহীত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী চাচাতো বোনকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। শুক্রবার ভারতের মালবীয় নগরের একটি পার্কে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

এদিন ওই পার্কে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।সঙ্গে সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসময় তরুণীর দেহে কিছু আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে মাথায় বড় আঘাতের চিহ্ন ছিল। 

পুলিশ জানিয়েছে, এই তরুণী দিল্লির কমলা নেহরু কলেজের ছাত্রী। তিনি চাচাতো ভাই ইরফানের সঙ্গে পার্কে ঘুরতে এসেছিলেন। পার্কে আসার আগে কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ইরফান। কিন্তু ইরফানের চাকরি না থাকায় বিয়ের প্রস্তাব মেনে নেয়নি মেয়েটির পরিবার। 

পার্কে এসে ইরফানকে কলেজ ছাত্রী জানিয়ে দেয়, সে যেন তার সঙ্গে আর যোগাযোগ না করে। এতে ক্ষিপ্ত হয়ে তরুণীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে চাচাতো ভাই ইরফান। 

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রড দিয়ে মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই মৃত্যু হয় তরুণীর।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম