Logo
Logo
×

আন্তর্জাতিক

গোমূত্র থেকে তৈরি হবে শ্যাম্পু!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম

গোমূত্র থেকে তৈরি হবে শ্যাম্পু!

গরুর গোবর এবং গোমূত্রের প্রোফাইলিংয়ের মাধ্যমে প্রাচীন তথা প্রচলিত গ্রামীণ ধ্যান-ধারণাকেও বৈজ্ঞানিক মানদণ্ডে অন্তর্ভুক্ত করা সম্ভব, যা আগামী দিনে এসব থেকে তৈরি দাঁতের মাজন, চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার প্রভৃতির অর্থনৈতিক প্রগতির পথ প্রশস্ত করতে পারে। 

এ বিষয়ে গবেষণা করছেন ভারতের আইআইটির (বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়) গবেষকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তারা মনে করছেন, এ গবেষণার জেরে শুধু যে সামগ্রিক জ্ঞানবৃদ্ধি হচ্ছে তাই নয়; বরং আগামী দিনে আরও প্রগতিশীল গবেষণার দরজাও খুলে যাচ্ছে।

এ গবেষণাটির নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক ক্যারাকটারাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অব ক্যাটল ডাং অ্যান্ড ইউরিন: এ কনসাইস রিভিউ। 

সম্প্রতি এটি ‘ট্রপিক্যাল অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন’ (স্প্রিংগার) নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম