Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজারে অভ্যুত্থান, যা বলল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০২:৩৭ পিএম

নাইজারে অভ্যুত্থান, যা বলল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজারে সেনাবাহিনীর অভ্যুত্থানে ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের মুক্তি চাইল যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আহ্বান জানান।

তিনি বলেন, আজ সকালেই আমি প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে স্পষ্টভাবে জানিয়েছি, নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চাই।

বুধবার মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি করা হয়। নাইজারের প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাকে বন্দি করেন।

এর পর নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনারা জানান, প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে। 

সূত্র: রয়টার্স

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম