Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনে আগুনে পুড়ল প্রাচীন বৌদ্ধমন্দির 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০১:৫১ পিএম

চীনে আগুনে পুড়ল প্রাচীন বৌদ্ধমন্দির 

হাজার বছরের পুরনো এক মন্দিরে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। এ ঘটনা ঘটেছে চীনের গানসু প্রদেশে।

দাউ দাউ আগুন থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধমূর্তিটিও। মন্দিরের আরও মূল্যবান জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়েছে।

এই অগ্নিকাণ্ড ঘটে গত সোমবার সকালে শ্যানডন গ্রেট বৌদ্ধমন্দিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মন্দিরের ভেতরের বিশাল বুদ্ধমূর্তির চারদিকে আগুন জ্বলছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, মূর্তিটি কিছুটা অক্ষত থাকলেও মন্দিরের অবকাঠামো বেশিরভাগই ধসে পড়েছে।

বিবিসি জানিয়েছে, বুদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ছিল ৪২৩ খ্রিস্টাব্দের। কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।

আর বৌদ্ধমন্দিরটি তৈরি হয়েছিল ১৫০০ বছর আগে নর্দার্ন উই রাজবংশের শাসনামলে। অগ্নিকাণ্ডে মন্দির এবং মূর্তির ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম