মলদোভার রাজধানী চিসিনাউতে রাশিয়ার দূতাবাস। ছবি: বিবিসি
রাশিয়ার ৪৫ কূটনীতিক ও দূতাবাসের কর্মীকে বহিষ্কার করছে মলদোভা। রুশ কূটনীতিকদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার অভিযোগ করেছে ইউরোপের অন্যতম ছোট ও দরিদ্র রাষ্ট্রটি। এ নিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দেশটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মলদোভা কর্তৃপক্ষ ‘অবন্ধুসুলভ কর্মকাণ্ডের’ জন্য ৪৫ জন রাশিয়ান কূটনীতিক এবং দূতাবাসের অন্যান্য কর্মীকে বহিষ্কার করার কথা জানিয়েছে। এর ফলে মলদোভায় রুশ কূটনীতিকদের সংখ্যা দাঁড়াবে মাত্র ২৫ জনে, যা মস্কোয় অবস্থিত মলদোভান দূতাবাসের কর্মীর সংখ্যার কাছাকাছি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর থেকে মলদোভান সরকার রাশিয়ার বিরুদ্ধে দেশটিতে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ এনেছে।
রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এই পদক্ষেপের জবাব দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে মস্কো।