হ্রদে মিলল বারাক ওবামার রাঁধুনির মৃতদেহ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের একটি হ্রদ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রাঁধুনি তাফারি ক্যাম্পবেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ম্যাসাচুসেটস রিসোর্টের অন্তর্ভুক্ত মার্থা’স ভিনইয়ার্ডের একটি হ্রদে তার মৃতদেহ মেলে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার রাতে ওবামাদের মালিকানাধীন একটি বাড়ির কাছে এডগারটাউন গ্রেট পুকুরে প্যাডেল বোট চালাচ্ছিলেন তাফারি। এ সময় তিনি কোনো একটি সমস্যার কারণে ডুবে যান। পরে দীর্ঘ অনুসদ্ধানের পর সোমবার ৪৫ বছর বয়সি তাফারির মৃতদেহ উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাফারি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত রাঁধুনি ছিলেন।
খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজে একজন সুস শেফ ছিলেন তাফারি। ২০১৬ সালে ওবামা প্রেসিডেন্ট হিসাবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তিনি ওমাবার পরিবারের কাজ করার জন্য হোয়াইট হাউজ ছাড়েন।
এ বিষয়ে সোমবার এক বিবৃতি দিয়েছেন বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ‘তাফারি আমাদের পরিবারের একটি প্রিয় অংশ ছিলেন। তিনি সৃজনশীল, খাদ্য সম্পর্কে উৎসাহী এবং লোকেদের একত্রিত করার দারুণ ক্ষমতার অধিকারী ছিলেন। আমরা তাকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসাবে দেখে এসেছি। তিনি আমাদের জীবনকে উজ্জ্বল করে তুলেছিলেন।’