Logo
Logo
×

আন্তর্জাতিক

মেলানিয়া নন, কার সঙ্গে ঘনিষ্ট হলেন ট্রাম্প? 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম

মেলানিয়া নন, কার সঙ্গে ঘনিষ্ট হলেন ট্রাম্প? 

নারী কেলেংকারি যেন পিছুই ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি এক নারীকে চুমু খেয়ে ফের আলোচনায় এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে এক নারীকে চুমু খেয়েছেন ট্রাম্প। তবে সেই নারী তার স্ত্রী নয়। তবে কে সেই নারী, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। 

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সির বেডমিনিস্টারে। কেউ কেউ বলছেন, এই নারী ট্রাম্পের চতুর্থ স্ত্রী। 

প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প যে নারীকে চুমু খেয়েছেন তিনি ক্যারি লেক। রিপাবলিকান আইনপ্রণেতাদের কাছে পরিচিত এবং সাবেক এই রাষ্ট্রপতির ঘনিষ্ঠ।

ভিডিওতে দেখা যায়, ৭৭ বছর বয়সি ট্রাম্পকে ঘিরে রেখেছেন তার সমর্থকরা। এমন সময় হঠাৎ ক্যারি লেকের গালে চুমু বসিয়ে দেন ট্রাম্প। এ সময় তাদের দুজনকেই বেশ উচ্ছ্বসিত দেখা যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন ট্রাম্প। সম্প্রতি নানা জায়গায় ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দেখা যাচ্ছে না। তাই এ ধারণা আরও প্রকট হচ্ছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম