‘ভারত জোড়ো যাত্রা’য় এক নাগাড়ে তিন হাজার কিলোমিটার হাঁটার ফলে হাঁটুতে শুরু হয়েছিল যন্ত্রণা। সেই যন্ত্রণার উপশমে আয়ুর্বেদিক চিকিৎসারই দ্বারস্থ হলেন রাহুল গান্ধী।
শুক্রবার রাতেই ভর্তি হয়েছেন কেরালার মাল্লাপুরম জেলার কোট্টাক্কালের আর্য বৈদ্যশালায়। আগামী দুই সপ্তাহ ওই হাসপাতালেই চিকিৎসা চলবে প্রাক্তন কংগ্রেস সভাপতির। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু করবেন রাহুল। তার আগেই হাঁটুর ব্যথা সারিয়ে নিচ্ছেন তিনি।
গত সেপ্টেম্বরে ভারত জোড়ো যাত্রা শুরু করার কয়েক দিনের মধ্যেই একনাগাড়ে হাঁটার জন্য হাঁটুতে যন্ত্রণা অনুভব করেন রাহুল। কেরালায় থাকাকালীন একদিন ঘরোয়া আলোচনায় দলীয় নেতাদের কাছে সেই যন্ত্রণার কথা খুলে বলেন তিনি। নেতারাই তাকে কোট্টাক্কালের আর্য বৈদ্যশালায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।