পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে শস্যচুক্তিতে ফিরিয়ে আনা সম্ভব: এরদোগান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে কৃষ্ণসাগর শস্যচুক্তিতে ফিরিয়ে আনা সম্ভব।
রাশিয়ার আরোপিত শর্তগুলো মানতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আলজাজিরার।
উপসাগরীয় কয়েকটি দেশ ও উত্তর সাইপ্রাস সফর থেকে ফেরার পথে এরদোগান সাংবাদিকদের বলেন, কৃষ্ণসাগরের শস্যচুক্তি বাতিল হওয়ার ফলে বৈশ্বিক খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি ও অনেক অঞ্চলে ঘাটতি দেখা দিতে পারে।
এরদোগান আরও বলেন, আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এ মানবিক প্রচেষ্টার ধারাবাহিকতা নিশ্চিত করতে পারব।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই কৃষ্ণসাগরে শস্যচুক্তির মেয়াদ শেষ হয়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। পুতিন বলেন, ৫টি শর্ত মেনে নিলে ফের চুক্তিতে ফিরবে রাশিয়া।
এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য।