কৃষ্ণসাগরে রাশিয়াকে দেখে নেওয়ার হুমকি ইউক্রেনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
ইতোমধ্যে কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলোর দিকে যাওয়া সব জাহাজকে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটি জানিয়েছিল, ইউক্রেনের বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজগুলোকে সামরিক পণ্যবাহী বলে বিবেচনা করা হবে।
এবার রাশিয়াকেও কৃষ্ণসাগরে দেখে নেওয়ার হুমকি দিল ইউক্রেন। দেশটিকে পালটা হুমকি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দরগুলোর দিকে যাওয়া সব জাহাজকে সামরিক পণ্যবাহী জাহাজ বলে বিবেচনা করবে ইউক্রেন। খবর আলজাজিরার।
এর আগে হোয়াইট হাউস ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছিল, কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা করে ইউক্রেনের ওপর দোষ চাপাতে পারে রাশিয়া।
গত ১৭ জুলাই কৃষ্ণসাগরে শস্যচুক্তির মেয়াদ শেষ হয়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। পুতিন বলেন, ৫ শর্ত মেনে নিলে ফের চুক্তিতে ফিরবে রাশিয়া।
এদিকে কৃষ্ণসাগরে নিজেদের একটি জাহাজ ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছে।
এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য।