Logo
Logo
×

আন্তর্জাতিক

দাবি মেনে নিলে রাশিয়া শস্যচুক্তিতে ফিরবে: পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম

দাবি মেনে নিলে রাশিয়া শস্যচুক্তিতে ফিরবে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দাবি পুরোপুরি মেনে নেওয়া হলে মস্কো-ইউক্রেন শস্যচুক্তিতে ফেরার বিষয়টি বিবেচনা করবে। বুধবার তিনি এ কথা বলেন। চলতি সপ্তাহে এই শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার পর এমন মন্তব্য করেন পুতিন।

সরকারি এক বৈঠকে তিনি বলেছেন, বর্তমান আকারে এই চুক্তির ধারাবাহিকতা সবভাবেই অর্থহীন হয়ে পড়েছে। অবশ্যই আমরা এ চুক্তিতে ফিরে আসার সম্ভাবনা বিবেচনা করব। তবে শুধুমাত্র একটি শর্তে, আর তা হলো যদি সব নীতি যার অধীনে রাশিয়া চুক্তিতে অংশ নিতে সম্মত হয়েছিল তা সম্পূর্ণরূপে বিবেচনায় নিয়ে পূরণ করা হয়।

পুতিন বলেছেন, বেশ কয়েকবার এই চুক্তির মেয়াদ বাড়িয়ে রাশিয়া যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। যাদের মূলত প্রয়োজন তাদের না দিয়ে পশ্চিমারা এ চুক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা এ শস্যচুক্তির আওতায় গত বছর ইউক্রেন তিন কোটি ২০ লাখ টনেরও বেশি খাদ্য শস্য রপ্তানি করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম