Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেঙে যেতে পারে শির চীনা কমিউনিস্ট পার্টি!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম

ভেঙে যেতে পারে শির চীনা কমিউনিস্ট পার্টি!

চীনা কমিউনিস্ট পার্টি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রসিডেন্ট শি জিনপিং। গত কিছুদিন ধরে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) পতনের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করছেন দলটির সাধারণ সম্পাদক। 

১ জুলাই থেকে সিসিপি, রেজিমেন্ট পার্টি এবং অন্যান্য সংশ্লিষ্ট দলগুলো শির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে। খবর গ্রীক সিটি টাইমস রিপোর্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসসিও শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া সিসিপি কর্তৃপক্ষকে বিস্মিত করেছে। অভিযোগ রয়েছে, তিনি যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন।

এসসিও সম্মেলনে শি বলেছেন, বহিরাগত শক্তিগুলোর নতুন ঠাণ্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা এবং সংঘর্ষের শিবির তৈরি করা থেকে সতর্ক হওয়া উচিত। তিনি বারবার সিসিপির পতনের বিষয়ে সতর্ক করছেন। যা মোকাবিলা না করলে দুর্যোগ অনিবার্য।

চীনা কমিউনিস্ট পার্টির আশঙ্কা চীনকে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের মতো পরিণতি ভোগ করতে হয় কিনা। বড় দলগুলো ছেড়ে যাওয়ার কারণে চীনা কমিউনিস্ট পার্টির বিলুপ্তি ডেকে আনে কিনা! 

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, সিসিপি কর্তৃপক্ষের গৃহীত নীতিগত বিষয়গুলো দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছে। ফলে চীনও অন্যান্য দেশে সমালোচনার সম্মুখীন হচ্ছে। লাখ লাখ মানুষ দল ছেড়ে যাচ্ছেন, যা সিসিপি নেতৃত্বকে প্রভাবিত করেছে এবং চীনা জনগণের মধ্যে সিসিপির প্রভাবের ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে।

গ্রীক সিটি টাইমসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি জনগণের স্বাধীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং শির হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ সীমাবদ্ধ করে ক্র্যাকডাউনের মাধ্যমে আরও সর্বগ্রাসী হয়ে উঠেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম