বেলারুশে ওয়াগনারের নতুন শিবির, যা বললেন লুকাশেঙ্কো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
বেলারুশে ঢুকছে ওয়াগনারের গাড়ি। ছবি: বিবিসি
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা রাশিয়া ছেড়ে বেলারুশে শিবির স্থাপন করছে। ওয়াগনারের যোদ্ধাদের বড় একটি বহর রাশিয়া থেকে বেলারুশের সেই নতুন শিবিরে পৌঁছেছে। নতুন প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্রে বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।
ভেরিফাই করা স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যমটি দাবি করেছে, বেশ কিছু গাড়িকে বেলারুশের সেল তথা পরিত্যক্ত সামরিক ঘাঁটি ঢুকতে দেখা গেছে। যা বেলারুশের রাজধানী মিনস্ক থেকে প্রায় ৬৪ মাইল দূরত্বে অবস্থিত।
ভাড়ায় সেনা সরবরাহকারী বাহিনীটি গেল জুনের শেষের দিকে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে। পরে উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে বিদ্রোহের অবসান ঘটে। যার মধ্যস্থতা করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এর পর পরই বেলারুশে ওয়াগনার শিবিরের প্রসঙ্গটি সামনে আসে। ওই সমঝোতা চুক্তির একটি অংশে বলা ছিল, ওয়াগনার যোদ্ধারা বেলারুশে স্থানান্তরিত হওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে।
বিবিসি বলছে, নতুন স্যাটেলাইট চিত্রে ওয়াগনার যোদ্ধাদের বিপুল সংখ্যায় ওই শিবিরে চলে হওয়ার ইঙ্গিত মিলেছে।
বিবিসি ভেরিফাইয়ের সংগ্রহ করা আগের চিত্রগুলোয় দেখা যায়, দুই সপ্তাহে সেলের শিবিরে প্রায় ৩০০টি তাঁবু স্থাপন করা হয়েছে।
অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ওয়াগনার–সংশ্লিষ্ট চ্যানেলগুলোয় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার মোলকিনোতে মূল প্রশিক্ষণ ঘাঁটিতে ভাড়াটে বাহিনীটির পতাকা নামানো হচ্ছে। সাধারণত পতাকা নামানোর এমন দৃশ্যের মধ্য দিয়ে সামরিক ঘাঁটি বন্ধের ইঙ্গিত দেওয়া হয়।
এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গতকাল মঙ্গলবার বলেছেন, ওয়াগনার যোদ্ধারা এখন তার দেশের শিবিরে আছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো।
তিনি আরও বলেন, বেলারুশের যদি প্রয়োজন হয়, তবে দেশকে রক্ষার জন্য দ্রুতই বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনারকে ডেকে নেওয়া হবে।