সীমান্ত অতিক্রম করায় উ: কোরিয়ায় মার্কিন নাগরিক আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:৪৯ এএম
![সীমান্ত অতিক্রম করায় উ: কোরিয়ায় মার্কিন নাগরিক আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/19/image-697570-1689713348.jpg)
উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ কমান্ড বেসামরিকীকরণ ও যৌথ নিরাপত্তা অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। এই অঞ্চলটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, অনুমতি না থাকায় এক মার্কিন নাগরিক সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে।
ধারণা করা হচ্ছে, তাকে উত্তর কোরিয়ার কাস্টডিতে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি। বেসামরিকীকরণ অঞ্চলটি দুই কোরিয়ার সীমান্ত হিসাবে কাজ করে এবং বিশ্বের মধ্যে অন্যতম সুরক্ষিত অঞ্চল। এখানে স্থলমাইন পুঁতে রাখা আছে, চার পাশে বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা আছে। রয়েছে সশস্ত্র রক্ষী, যাদের দিনের ২৪ ঘণ্টা সতর্ক থাকার কথা। আল জাজিরা।