Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপোরিঝিয়ায় রাশিয়ার সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:৩৫ পিএম

জাপোরিঝিয়ায় রাশিয়ার সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেনের

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ বাহিনীর। এই লড়াইয়ে কোনো দেশ সুবিধা করতে পারেনি। তবে লড়াই এখনো চলছে।

শনিবার ব্রিগেডিয়ার দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টের জয়েন্ট ফোর্স অপারেশনের কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার টারনাভস্কি এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ইউক্রনীয় সেনারা পরিকল্পিতভাবে শত্রুদের তাদের অবস্থান থেকে তাড়িয়ে দিচ্ছেন।

তিনি সর্বশেষ ইউক্রেনীয় হামলায় ধ্বংস হওয়া ৩৩টি রাশিয়ান সরঞ্জাম ধ্বংসের দাবি করেছেন, যার মধ্যে সাঁজোয়া যান, আর্টিলারি এবং একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা রয়েছে।

রুশ সামরিক বাহিনী জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রাম দখলের জন্য ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে এই তীব্র লড়াই চলছে। ওরিখিভ দক্ষিণ অঞ্চলের এমন একটি গ্রাম যেখানে গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী বেশ সফলতা পেয়েছে।

এ বিষয়ে ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ইউরেশিয়া প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো রব লি বলেন, কোন পক্ষের উল্লেখযোগ্য আঞ্চলিক লাভের অনুপস্থিতিতে বর্তমানে কোন পক্ষ ওপরের দিকে রয়েছে তা পরিমাপ করা কঠিন।

তিনি জিওপলিটিক্স ডিকানটেড পডকাস্টকে বলেন, উভয়পক্ষ এই লড়াইয়ে ক্ষতির মুখে পড়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র: সিএনএন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম