Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে গুচ্ছবোমা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:৩৯ পিএম

ইউক্রেনকে গুচ্ছবোমা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছবোমা দেওয়ার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তার ঘোর বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, এর ফলে ইউক্রেন যুদ্ধে ‘মানবিক সমস্যা’ দেখা দেবে।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিন সরকারের এ সিদ্ধান্তে গোটা আন্তর্জাতিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। বহু দেশ যুক্তরাষ্ট্রকে এ কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

মাও বলেন, চীন সরকার বিশ্বাস করে উত্তেজনা ও ইউক্রেনের সঙ্কট যাতে বাড়তে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকা।

এর আগে ওয়াশিংটন গত শুক্রবার ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে পালটা হামলা চালাতে সহযোগিতা করার জন্য ইউক্রেনকে গুচ্ছবোমা সরবরাহ করা হবে।

মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহণ, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম