Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন নজরদারি বিমান নামিয়ে ফেলার হুশিয়ারি কিমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

মার্কিন নজরদারি বিমান নামিয়ে ফেলার হুশিয়ারি কিমের

নজরদারি ফ্লাইট পরিচালনা করে উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছে পিয়ংইয়ং। এবার এ ধরনের ফ্লাইটগুলো ভূপাতিত করার হুমকি দিল দেশটি। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর প্রকাশ করা একটি বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ কোরীয় উপদ্বীপকে পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।

বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, কোরিয়ার পূর্বদিকের সাগরে মার্কিন বিমান বাহিনীর কৌশলগত নজরদারি বিমান নামিয়ে ফেলা হতে পারে। 

এ বিবৃতিতে এর আগে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সীমান্তে এবং উপকূলীয় জলসীমায় মার্কিন বিমানকে গুলি করে ভূপাতিত করার বা বাধা দেওয়ার যেসব ঘটনা ঘটিয়েছিল সেগুলো উল্লেখ করা হয়েছে। 

উত্তর কোরিয়ার এসব বক্তব্যের বিষয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর মন্তব্য চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সত্য নয়।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি বাহিনী কোরীয় উপদ্বীপের আশপাশে রুটিন অনুযায়ী নজরদারি ফ্লাইট পরিচালনা করে থাকে এবং তারা দুই মিত্র মিলে উত্তর কোরিয়ার ওপর নজর রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম