Logo
Logo
×

আন্তর্জাতিক

বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম

বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া। দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, পেশাদারি মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিবিসি। বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের জন্য রোববার সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। 

গত মাসের এক প্রতিবেদনে বিবিসি নিউজের আরবি ভাষার সংস্করণের মাধ্যমে ক্যাপটাগন নামের একটি মাদক ব্যবসার কথা উঠে আসে। প্রতিবেদনের মাধ্যমে বিবিসি জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ সদস্যরা এ ব্যবসায় জড়িত। 

সিরিয়ার দাবি, সন্ত্রাসী গোষ্ঠী ও সিরিয়ার শত্রুদের বক্তব্যের ওপর ভিত্তি করে এসব বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে বিবিসি। বিবৃতিতে বলা হয়, বিবিসিকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বিবিসি মাঝেমধ্যেই উদ্দেশ্যমূলক ও মিথ্যা খবর প্রকাশ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম