Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি উগ্রবাদী হামলায় চারজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তানে সীমান্ত চেকপোস্টের কাছে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বোমারুর লক্ষ্য ছিল চেকপোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটানো। সেটি করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বাড়ত। কিন্তু সেখানে যাওয়ার আগে তিনজন সেনা তাকে থামান। তার পরই ওই উগ্রবাদী নিজেকে উড়িয়ে দেন। তিনজন সেনারও মৃত্যু হয়।

ওই দিনই আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন পাকিস্তানি সেনা অফিসার নিহত হয়েছেন।

৩৩ বছর বয়সি ওই অফিসারের নেতৃত্বে সেনা জওয়ানরা খাইবার এলাকায় উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। ওই সময় উগ্রবাদীদের গুলিতে অফিসারের মৃত্যু হয়।

পরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের গুলিতেই সেনা অফিসারের মৃত্যু হয়েছে। তবে প্রথম ঘটনার দায় কেউ এখনো স্বীকার করেনি।

একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি উগ্রবাদী হামলা হয়েছে। তাতে ৩৮৯ জন নিহত হয়েছেন। এই সময়ে উগ্রবাদী হামলার পরিমাণ ৭৯ ভাগ বেড়েছে। 

সূত্র: ডয়চে ভেলে

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম