Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক শক্তি প্রসঙ্গে যা বললেন ন্যাটোপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১১:০১ পিএম

রাশিয়ার সামরিক শক্তি প্রসঙ্গে যা বললেন ন্যাটোপ্রধান

সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনারেল স্টলটেনবার্গ। ছবি: তাস

সম্প্রতি রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহ সত্ত্বেও রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা ন্যাটোর সদস্য দেশগুলোর উচিত হবে না বলে সতর্ক করেছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনারেল স্টলটেনবার্গ।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের হেগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, আমরা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার ঘটনাবলী সবাই দেখেছি। এটি রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার।

ন্যাটোপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা আমাদের মোটেই উচিত হবে না। ন্যাটোর সদস্য দেশগুলো ইউক্রেনকে তাদের সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

স্টলটেনবার্গ জানান, সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের প্রস্তুতি জোরদার করেছে। আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখান থেকে এ বিষয়ে বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি।

ন্যাটোর মহাসচিব দাবি করেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। যদিও রাশিয়া বলছে, ইউক্রেনীয় সেনারা তাদের কথিত পাল্টা অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার কোনো নিরাপত্তা বলয় ভাঙতে পারেনি। উল্টো তারা বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম