Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে জাপানে নদীর পানি লাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৬:১৮ পিএম

যে কারণে জাপানে নদীর পানি লাল

জাপানে নদীর পানি টকটকে লাল, আতঙ্কে দর্শনার্থী ও স্থানীয়রা। ছবি: এনডিটিভি

জাপানে একটি নদীর পানি লাল হওয়া নিয়ে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির ওকিনাওয়ার নাগো শহরে এ ঘটনা ঘটেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাপানের একটি কোম্পানির রং ছড়িয়ে পড়ায় নদীর পানি টকটকে লাল হয়ে গেছে। ওরিয়ন ব্রুয়ারিজ নামের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, খাবারে ব্যবহৃত রং ছড়িয়ে পড়াতেই নদীটির পানি লাল হয়ে গেছে। সেখানকার একটি বন্দরে কনটেইনার ছিদ্র হলে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, জাপানের প্রতিষ্ঠানটি বিয়ার প্রস্তুত করে থাকে। সম্ভবত গত মঙ্গলবার কনটেইনার ছিদ্র হয়ে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওরিয়ন ব্রুয়ারিজ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই রংয়ে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। কনটেইনারে থাকা ওই রং নদীর পানির সঙ্গে মিশে যাওয়ায় যে উদ্বেগ দেখা দিয়েছে, সে জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম