Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার জাপান-তাইওয়ানের আকাশে চীনা বেলুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৩:১৩ পিএম

এবার জাপান-তাইওয়ানের আকাশে চীনা বেলুন

তাইওয়ানের আকাশসীমায় একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের আকাশে অভিযুক্ত চীনা গোয়েন্দা বেলুন নিয়ে জল কম ঘোলা হয়নি। এর মধ্যেই এবার জাপান ও তাইওয়ানের আকাশে দেখা গেল চীনের গোয়েন্দা বেলুন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাপানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টোকিও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এমন বেলুন আবার নজরে এলে তা ভূপাতিত করা হবে। 

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউকো মুরাকামি বলেন, নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিবিসির প্যানোরামা নামক একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে বিষয়টি ধরা পড়েছে। প্রতিষ্ঠানটি বেলুন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে। 

প্যানোরামার প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি বলছেন, জাপানের আকাশে ২০২১ সালেও এমন বেলুন শনাক্ত করেছিলেন তিনি। তবে তা ওই সময় প্রকাশ করেননি তখন।

এদিকে বিষয়টি নিয়ে তাইওয়ানের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাইপে সরকার বলছে, তারা বিশ্বাস করে এটি চীনের বেসামরিক কাজে ব্যবহৃত আকাশযান। তবে বিবিসির প্রমাণ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে চলতি বছর মার্কিন আকাশে এমন গোয়ান্দা বেলুন শনাক্ত হলে তা গুলি করে ভূপাতিত করে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে চীন-মার্কিন সম্পর্কের টানাপোড়েন এখনো চলছে। সেই সম্পর্ক মেরামত করতে সম্প্রতি বেইজিং সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম