Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে দাঙ্গার ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:২১ পিএম

পাকিস্তানে দাঙ্গার ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত 

পিটিআই নেতা ইমরান খানের গ্রেফতারে উত্তাল ছিল গোটা পাকিস্তান। হয়েছে ভাঙচুর, চলেছে ধ্বংযজ্ঞ। ৯ মে সহিংসতার ঘটনায় ছাড় দেওয়া হচ্ছে না কাউকে। বেছে বেছে অপরাধীদের দেওয়া হচ্ছে শাস্তি। বাদ যাচ্ছে না সামরিক সেনারাও। 

এমনকি যারা সামরিক স্থাপনা রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদেরও করা হচ্ছে চাকরিচ্যুত। বরখাস্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তাসহ উচ্চ পদস্থ আরও অনেকে। 

সোমবার একটি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। জিও নিউজ।

দাঙ্গাহাঙ্গামার ঘটনায় ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। অবসরপ্রাপ্ত জেনারেলদের ঘনিষ্ঠ আত্মীয়রাও জবাবদিহির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে জেনারেল শরিফ বলেন, ‘জড়িতদের সংবিধান ও আইনের অধীনে শাস্তি দেওয়া হবে। সেনাবাহিনীতে আত্ম-দায়বদ্ধতার প্রক্রিয়াটি কোনো বৈষম্য ছাড়াই সম্পন্ন হয়।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম