Logo
Logo
×

আন্তর্জাতিক

ওয়াগনার সদর দপ্তরে তল্লাশি, ৩৮ মিলিয়ন পাউন্ড উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৪৫ পিএম

ওয়াগনার সদর দপ্তরে তল্লাশি, ৩৮ মিলিয়ন পাউন্ড উদ্ধার

সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার সদর দপ্তরে অভিযান চালিয়ে ৩৮ মিলিয়ন পাউন্ড নগদ উদ্ধার করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধিনস্ত এফএসবি নিরাপত্তা সেবার সেনারা একটি ভ্যান ও দুটি বাস থেকে এ তহবিল উদ্ধার করেন। 

ওয়াগনার মিলিশিয়া বাহিনীর প্রত্যাশিত আগমনের আগে মস্কো যুদ্ধের প্রস্তুতের সময় এ অভিযান চালানো হয়। রোববার রুশের সংবাদ মাধ্যম তাসের এক বিবৃতিতে এ তথ্য উঠে আসে।

ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোনিজও এ কথা নিশ্চিত করেছেন। তবে লুকিয়ে রাখা অর্থের মূল্য কত ছিল তার বিশদ বিবরণ দেননি প্রিগোনিজ। তবে রুশ মিডিয়াগুলো জানায়, এটি প্রায় ৩৮ মিলিয়ন পাউন্ড ছিল। প্রিগোনিজ টেলিগ্রামে একটি অডিও বার্তার মাধ্যমে জানান, তহবিলগুলো নিহত ওয়াগনার সৈন্যদের ক্ষতিপূরণ প্রদানের জন্য রাখা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম