Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে প্রবেশের আহ্বান যুক্তরাষ্ট্রের 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৩৮ পিএম

ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে প্রবেশের আহ্বান যুক্তরাষ্ট্রের 

ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে (এনএসজি) প্রবেশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে এনএসজির লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার ব্যাপারেও আশ্বাস দিয়েছে দেশটি। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যৌথ বিবৃতিতে বৈশ্বিক ডিকার্বনাইজেশন প্রচেষ্টায় পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। তারা দেশের জলবায়ু, জ্বালানি রূপান্তর এবং জ্বালানি নিরাপত্তার চাহিদা মেটাতে পারমাণবিক শক্তিকে প্রয়োজনীয় বলে নিশ্চিত করেছেন।

দুই নেতা দেশীয় ও রফতানি বাজারের জন্য পরবর্তী প্রজন্মের কম্প্যাক্ট মডুলার রিয়েক্টর প্রযুক্তির অব্যাহত সহযোগিতা উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ (এনএসজি) পারমাণবিক সরবরাহকারী দেশগুলোর একটি গ্রুপ, যা পারমাণবিক এবং পারমাণবিক-সম্পর্কিত রপ্তানির জন্য দুটি সেট মান বাস্তবায়নের মাধ্যমে পারমাণবিক বিস্তার রোধে অবদান রাখার চেষ্টা করে। এনএসজির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে- ১৯৭৪ সালে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের পারমাণবিক ডিভাইস বিস্ফোরণের পর এনএসজি প্রতিষ্ঠিত হয়।

এনএসজি নির্দেশিকায় ১৯৯৪ সালে গৃহীত তথাকথিত "নন-প্রলিফারেশন প্রিন্সিপাল" অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে- কোনো সরবরাহকারী কেবল তখনই স্থানান্তরের অনুমোদন দিতে পারে যদি তারা নিশ্চিত হয় যে, এটি পারমাণবিক অস্ত্রের বিস্তারে অবদান রাখবে না। এনএসজি স্ট্যান্ডার্ডগুলো অসংখ্য আন্তর্জাতিক আইনত বাধ্যতামূলক পারমাণবিক অ-প্রসারণ যন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বর্তমানে ৪৮টি দেশ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্য। এগুলো হলো- আর্জেন্টিনা, সাইপ্রাস, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, ইতালি, নরওয়ে, স্পেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন, বেলারুশ, এস্তোনিয়া, কাজাখস্তান, পর্তুগাল, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফিনল্যান্ড, লাটভিয়া, রোমানিয়া, তুরস্ক, ব্রাজিল, ফ্রান্স, লিথুনিয়া, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, জার্মানি, লুক্সেমবার্গ, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস, মাল্টা, সার্বিয়া, যুক্তরাষ্ট্র, চীন, হাঙ্গেরি, মেক্সিকো, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম