Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন মার্কিন গায়িকা (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৯:০৭ পিএম

এবার মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন মার্কিন গায়িকা (ভিডিও)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের শেষ দিনে তার সম্মানে প্রবাসী ভারতীয়রা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওয়াশিংটনের রোনাল্ড রিগান ভবন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়ে শোনান আমেরিকান গায়িকা মেরি মিলবেন। 

গান গাওয়ার পর মোদির পা ছুঁয়ে প্রণাম করে আশির্বাদ প্রার্থনা করেন তিনি। ইতোমধ্যেই সেই প্রণামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে পেরে ‘সম্মানিত’ বোধ করছেন বলেও জানান মেরি।

৩৮ বছর বয়সি মিলবেন অবশ্য ভারতেও বেশ জনপ্রিয়। ইতোমধ্যেই ‘জনগণমন’ এবং ‘ওম জয় জগদীশ হরে’ গেয়ে ভারতে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

অনুষ্ঠানের পর একটি বিবৃতি প্রকাশ করে মেরি বলেন, আমি আমেরিকার চারজন প্রেসিডেন্টের হয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি। তার পর ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে আমি সম্মানিত বোধ করছি। 

আমেরিকা এবং ভারতের জাতীয় সঙ্গীতের মধ্যে তুলনা করে তিনি বলেন, আমেরিকা এবং ভারত— দুই দেশের জাতীয় সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার কথা বলে। আর এটাই ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি।

প্রসঙ্গত, গত মাসে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও মোদির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম