Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রচণ্ড গরমে ইতালির ১৪ শহরে রেড অ্যালার্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৯:১৮ পিএম

প্রচণ্ড গরমে ইতালির ১৪ শহরে রেড অ্যালার্ট

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালির ১৪টি শহরের বাসিন্দারা। ওইসব এলাকায় প্রথমবারের মতো চরম তাপপ্রবাহজনিত লাল সতর্কতা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার ইতালির যে ১৪টি শহরজুড়ে তীব্র দাবদাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ইতালির সরকার। শহরগুলো হলো-রোম, ফ্লোরেন্স, বলোনিয়া, আনকোনা, ব্রেসিয়া, ফরোসিয়নে, ল্যাতিনা, রিয়েতি, ত্রিয়েসতে, ভেরনা, পারুজিয়া, বুলজানো, কাম্পুবাচ্ছও সার্দিনিয়া। এসব অঞ্চলে সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের  ঘর থেকে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

রেড অ্যালার্ট জারি করা শহরগুলোতে বৃহস্পতিবার ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বিশ্বের অন্যতম সৌন্দর্যের দেশ ইতালিতে  ২১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত  গ্রীষ্মকাল চলে। চলতি বছর ইতালি ও ইউরোপজুড়ে তীব্র খরা ও দাবদাহের মুখোমুখি হবে বলে জানিয়েছে ইতালি ও ইউরোপের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম