‘যোগ ব্যায়াম’ বিশ্বের জন্য ভারতের উপহার: প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১০:০৩ পিএম
![‘যোগ ব্যায়াম’ বিশ্বের জন্য ভারতের উপহার: প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/06/22/image-689069-1687449786.jpg)
আন্তর্জাতিক যোগ ব্যায়ামের নবম বার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এক ভাষণে বলেন, যোগ ব্যায়াম বিশ্বের জন্য ভারতের উপহার। এদিন রাষ্ট্রপতি ভবনে যোগ ব্যায়ামও করেন তিনি। খবর এএনআই।
তিনি বলেন, যোগ ব্যায়াম আমাদের সভ্যতার অন্যতম একটি সাধনা। এটি বিশ্বের জন্য ভারতের পক্ষ থেকে একটি উপহারস্বরূপ। মন ও শরীরকে একত্রিত করে যোগ ব্যায়াম। একইভাবে আমাদের পারিপার্শ্বিক সমস্যা মোকাবিলায় ও সুখে থাকার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট দ্রৌপদী সবাইকে যোগ ব্যায়াম চর্চার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই দিনে আমি সবাইকে নিয়মিতি যোগ ব্যায়াম চর্চার অনুরোধ করছি।
এর আগে বুধবার সকালে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮০টি দেশের উদ্দেশে ভাষণ দেন। এ সময় যোগ ব্যায়ামকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন তিনি। সেই সঙ্গে যোগ ব্যায়ামে অংশও নেন নরেন্দ্র মোদি।